রাজ্যের খবর
Trending

মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন কথা, দিলীপকে তুলোধনা করে কমিশনে নালিশ তৃণমূলের

Trinamool complains to the commission for making indecent comments about the chief minister, comparing him to Dilip

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে কমিশনে তৃণমূল। মঙ্গলবার ভোটের প্রচারে বেরিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। দিলীপের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে তাঁকে পাল্টা তুলোধোনা করেন তৃণমূল নেতারা। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কুণাল ঘোষ, কীর্তি আজাদরা দিলীপের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। পরে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।

মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষ এমন আপত্তিকর কথা বলতেই তাঁকে নিশানা করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘মহিলাদের সম্পর্কে যে ভাষা ব্যবহার করেন উনি, তাতে মানুষ তাঁকে ঘৃণা করে।‘ দিলীপের এই মন্তব্যের জবাব দিতে কুণাল ঘোষ বলেন, ‘ওঁর নিজের দল ওঁকে মেদিনীপুর থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাই মানসিক হতাশায় উনি এখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে নেমেছেন।‘ রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার শুধু দিলীপকে নয় বিজেপিকে নিশানা করে বলেন, ‘এটা বিজেপির ডিএনএ। তাঁরা বরাবর মহিলা বিরোধী মন্তব্য করেন। এতেই স্পষ্ট তাঁদের মানসিকতা। বাংলার মানুষ আপনাদের জবাব দেবে।‘

দিলীপের এই মন্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করে। এই প্রথম নয়, এর আগে দেবী দুর্গা সম্পর্কে অশালীন কথা বলেছিলেন। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তাতেও চুপ থাকার বান্দা নন দিলীপ। এবার তাঁর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় এদিন আক্রমণ করছেন তাতে স্তম্ভিত রাজ্যবাসী। তবে বিষয়টি নিয়ে তৃণমূল যে চুপ থাকবে না তা পরিষ্কার করে দিয়েছে। দিলীপের বিরুদ্ধে নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল। দিলীপের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।

এবার নিজের পুরনো মেদিনীপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সরানো হয়েছে তাঁকে। এখনও তেমন ভাবে প্রচারে নামতে দেখা যায়নি তাঁকে। মঙ্গলবার সিটি সেন্টারে হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে প্রাতভ্রমণে যান। সেখান থেকে ফের চতুরঙ্গ মাঠে এসে প্রাতভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদ ও তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কুরুচিকর কথা বতে শোনা যায় তাঁকে।

 

FREE ACCESS

Related Articles