উত্তর দিনাজপুরে পদযাত্রার মাধ্যমে ভোট প্রচার শুরু তৃণমূল প্রার্থীর
Trinamool candidate started campaigning in North Dinajpur through padayatra

The Truth Of Bengal, সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর: রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী শনিবার ভোট প্রচার সারলেন কালিয়াগঞ্জে। এদিন তিনি শহরের মাড়োয়াড়ি পট্টি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন কখনো হাত নেড়ে আবার কখনো হাত জোড় করে আবার কখনো সাধারণ মানুষের সাথে হাত মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নের সাথে ভোটের আবেদন করে। রাজপথ ধরে পদযাত্রা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালীমন্দিরে পূজা দিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামে ভোট প্রচারে যান।
শনিবার ভোট প্রচারে সাথে ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়,কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্য সহ অন্যান্যরা।
সাংবাদিকদের মূখমূখী হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী বলেন তার কালিয়াগঞ্জ জন্ম ভূমি না হলেও কর্মভূমী। এখানে মানুষের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। মানুষ তাকে ভালো ভাবেই চেনে তিনি কি ধরণের মানুষ আর বিধায়ক সৌমেন রায়ের বিষয়ে বলেন কালিয়াগঞ্জ তার জন্ম ভূমি না কর্ম ভূমি এটা তার ভোগ ভূমি যতদিন ছিল ততদিন ভোগ করেছেন।আর উনি চলে যাওয়াতে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস অনেকটা শক্তিশালী হল যা এবছর লোকসভা নির্বাচনে ব্যাপক ভাবে লিড পাবেন তিনি তার বিশ্বাস। অপরদিকে রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী বিষয়ে বক্তব্য বলেন সাংসদ পাচটা বছর সাধারণ মানুষের সাথে লুকোচুরি খেলেছেন কোন প্রকার উন্নয়ন করতে পারেন নি। এবারের নির্বাচনে তিনি বুঝতে পেরেই কয়েকদিন আগেই তার বেডিং বিস্তর নিয়ে চলে গেছে। সাধারণ মানুষ এবার খুব সজাগ তাই উন্নয়নের সাথে চলার লক্ষ্যে তার জয় নিশ্চিত।
FREE ACCESS