রাজ্যের খবর

উত্তর দিনাজপুরে ভোট প্রচারে এগিয়ে তৃণমূল কংগ্রেস

Trinamool Congress ahead in election campaign in North Dinajpur

The Truth Of Bengal: সত্যেন মহন্ত, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: বিজেপি সহ কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা না হলেও ভোট প্রচারে এক ইঞ্চি জমি ছাড়তে চান না ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী।

গত ১০ মার্চ ব্রিগেডের জন গর্জন সভামঞ্চ থেকে রাজ্যের ৪২ আসনের মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধ্যোপাধ্যায়। কলকাতা থেকে ফিরতে দলীয় কর্মীদের সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোট প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী। মঙ্গলবার হেমতাবাদ বিধানসভা এলাকায় ভোট প্রচারে নামেন কৃষ্ণ কল্যানী স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মণকে সাথে নিয়ে। মঙ্গলবার প্রথমে তিনি হেমতাবাদ থানা আদি কালীমন্দিরে পূজা দেন। এরপর দলীয় কর্মীদের সাথে পদযাত্রা করেন আবার কখনো কোথা কোথাও ছোট ছোট পথসভাও করে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী।

মঙ্গলবার কৃষ্ণ কল্যানী বলেন, “ভোট আসলে ভোট পাখির মতো বিভিন্ন রাজনৈতিক দল গুলি জুড়ে বসে। আর পশ্চিমবঙ্গের একমাত্র দল যে উন্নয়ন করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস। মানুষ সেটা বুঝে গেছে কারণ জননেত্রী রাজ্যের মানুষদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করছে। সেসব প্রকল্প শুধু তৃণমূল কর্মীরা পায়না বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দলের কর্মীরাই উপকৃত হয়। তাই এবারের লোকসভা নির্বাচন উন্নয়ন স্বার্থে দিবে রাজ্যের মানুষ। হেমতাবাদ বিধানসভা এলাকায় ভোট প্রচারে এসে সাধারণ মানুষের উৎসাহ দেখে তা স্পষ্ট। শুধু সময়ের অপেক্ষা এখানে বিরোধী বলেই কিছুই নেই।

Related Articles