একই অনুষ্ঠানে উদ্দাম নাচ তৃণমূল ও বিজেপি প্রার্থীর
Trinamool and BJP candidates dance wildly on the same occasion

The Truth Of Bengal : দেবব্রত বাগ -ঝাড়গ্রাম : রবিবার ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে ছিল আদিবাসী সম্প্রদায়ের বিশেষ পুজো। “বাহা মাঃ মড়ে বঙ্গা ” পুজো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ঝাড়গ্রামের দুই যুযুধান পক্ষের প্রার্থী। তৃণমূল প্রার্থী কালিপদ সরেন এবং বিজেপি প্রার্থী ডঃ প্রণত টুডু।
দুজনেই অনুষ্ঠানে নাচলেন কথা বললেন উদ্যোক্তাদের সঙ্গে কিন্তু একে অপরের সঙ্গে কথা হলো না। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে “বাহা মাঃ মড়ে বঙ্গা ” একটি বড় অনুষ্ঠান ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে এই অনুষ্ঠান ৪০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে। প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলে আজকে ছিল তার শেষ দিন তৃণমূল এবং বিজেপি কেউই চাননি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জনসংযোগ গড়ে তোলার তাই রবিবার সকাল থেকেই বিজেপি প্রার্থী প্রণত টুডু ও তৃণমূল প্রার্থী কালিপদ সরেন দুজনেই হাজির ছিলেন কালিপদ বলেন, “আমি এখানে বহুদিন ধরে আসছি আমার তো সব কবিতা গল্প এইসব অনুষ্ঠান প্রাকৃতিক পরিবেশ নিয়ে লেখা তো এখানে এসে নতুন করে আমার পরিচয় ঘটাতে হয়নি।”
অপরদিকে প্রণব বাবু বলেন, আমি দশ বারো বছর ধরে এখানে আসছি এই আদিবাসীদের বড় প্রোগ্রাম তৃণমূল প্রার্থী এই অনুষ্ঠানে যোগদান করা প্রসঙ্গে বলেন এটা আদিবাসীদের প্রোগ্রাম তবে আমাদের সাথে কোন কথা হয়নি।