কোন্নগর পথ দূর্ঘটনায় মৃত কুকুরের শ্রাদ্ধ! ঠায় বসে দেখল মা কুকুর
Tribute to dog killed in Konnagar road accident! Mother dog sits and watches

Truth of Bengal: গত রবিবার কোন্নগর ক্রাইপার রোডে রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় বেপরোয়া টোটোর ধাক্কায় বেঘরে প্রাণ যায় তিন মাস বয়সের কুকুর ছানা পপির। অপঘাতে মৃত্যুর কারণে এলাকার মানুষ তার আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধ করল। তার সঙ্গে বার্তা দিল এলাকার মানুষদের যাতে তারা সাবধানে গাড়ি চালায়। শ্রাদ্ধশান্তির শেষে কোন্নগর এলাকার সকল কুকুরদের জন্য ছিল মাংস ভাতের আয়োজন।
কোন্নগর রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীরা এলাকার পথ কুকুরদের প্রতিদিন খেতে দেন। তাদের আদর যত্ন করেন। মাস তিনেক আগে এলাকার একটি কুকুরের তিনটি শাবক হয়। তাদের মধ্যে একটি শাবককে বাঁচিয়ে তার যত্ন নিয়ে লালন পালন করছিলেন এলাকার মানুষরাই। স্থানীয় এক বাসিন্দা বাবুলাল মন্ডল কুকুর বাচ্চাটিকে নিজের ছেলের মতন ভালোবাসতেন। গত রবিবার রাস্তা পার হতে গিয়ে বাচ্চা কুকুরটিকে পিষে দেয় একটি টোটো। মঙ্গলবার রাতে কুকুর শাবকের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন পল্লীবাসী।
শ্রাদ্ধের পুরোহিত বলেন, “জীবনে অনেক পুজো শ্রাদ্ধ শান্তি করেছি। এই ধরনের শ্রাদ্ধ প্রথম করমাল। একটি আত্মার শান্তি কামনায় যা যা রীতি মানা হয় সে সব মেনে শ্রাদ্ধ করা হয়। যাতে কুকুর শাবকটির আত্মা শান্তি পায়।”
স্থানীয় বাসিন্দারা জানান, তারাই পদক্ষেপ নিয়েছেন কারণ তারা খুবই মর্মাহত। কুকুর শাবকটিকে সকলেই খুবই ভালবাসতেন। খেতে দিতেন। শাবকটির মা বুঝতে পেরেছে তার বাচ্চা আর নেই। সেই কারণে গোটা শ্রাদ্ধ শান্তির সময় ঠায় এক জায়গায় বসেছিল।
এই অনুষ্ঠানে এলাকার সব কুকুরদের খাওয়ানোর আয়োজন করেছেন। যেখানে যেখানে যারা খাওয়াতে যাবে সেখানে এলাকার মানুষদের তারা সচেতন করবেন যাতে অবলা জীবজন্তুদের উপর কেউ অত্যাচার না করে। আর রাস্তার যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে তাদেরকেও সতর্ক করবেন যাতে তারা সাবধানে গাড়ি চালান।