হাওড়া থেকে বাঁকুড়ায় চলবে ট্রেন, চলছে জোরকদমে সিগনালিং-এর কাজ
Trains will run from Howrah to Bankura, signalling work is in full swing

Truth of Bengal: হাওড়া থেকে বাঁকুড়া শাখায় ট্রেন চালানোর কাজ শুরু হবে তার জন্যই জোড়কদমে কাজ চলছে। ডিআরএম এর বক্তব্য অনুযায়ী ১৪ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত চলবে সিগানালিং সিস্টেমের কাজ। হাওড়া থেকে ট্রেন মশাগ্রাম হয়ে বাঁকুড়া যাবে। এবারে সরাসরি ট্রেন বাঁকুড়ায় প্রবেশ করবে। এই ভাবে ট্রেন চালানো হলে হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব কমবে। ২৩০ কিলোমিটার থেকে কমে ১৮০ কিলোমিটার করার এই সিধান্ত পূর্ব রেলের তরফে। যাত্রীদের সময়ও বাঁচবে অনেকখানি। হাওড়া স্টেশন থেকে আদ্রার দূরত্বও কমবে।
দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব রেলের সংযোগস্থল হলো এই মশাগ্রাম স্টেশন। ডিআরএম আরো বলেন যে শক্তিগড় থেকে মশাগ্রাম পর্যন্ত সিগনালিং সিস্টেমের কাজ সম্পূর্ণ করার জন্য জোরকদমে কাজ চলছে। ১৬ টি দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, আসানসোল সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস এবং শিয়ালদা সিউড়ি মেমু ট্রেন সহ আরো কয়েকটি দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়।
এই ১৬ টি ট্রেন বাতিলের পাশাপাশি আরও অনেক ট্রেন যেগুলোকে ঘুরপথে নিয়ে যাওয়ানোর সিধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।হয়েছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দি এক্সপ্রেস, হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা-এনজিপি পদাতিক এক্সপ্রেস নবদ্বীপ-কাটোয়া- আজিমগঞ্জ রুটে চলবে। বিকানের এক্সপ্রেস, মুম্বই মেল, হিমগিরি এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস মেইন লাইন দিয়ে নিয়ে যাওয়ানোর সিধান্ত গ্রহণ করা হয়। ডিআরএম আশা প্রকাশ করেন বাঁকুড়া থেকে হাওড়া রুটে খুব তাড়াতাড়ি ট্রেন চালানো হবে। অটো-সিগনালিং ব্যবস্থা থাকার ফলে মশাগ্রাম স্টেশন দিয়ে মাল ও মেইল ট্রেন দুটোই চলবে।