রাজ্যের খবর

লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ট্রেন, নেশায় লুটোপুটি খাচ্ছেন গেটম্যান! ভাইরাল ভিডিও

Train standing at level crossing, Gateman eating loot in intoxication! Viral Videos

Truth Of Bengal: “দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু রেলগেট পড়ে নি। মদ্যপ অবস্থায় গেট ম্যান। মদ খেয়ে চুর, গেটম্যান পড়ে যাচ্ছে।” এই বক্তব্য  দেওয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে । হাওড়া তারকেশ্বর শাখায় নসিবপুর স্টেশনে গতকাল রাতের এই ভিডিও টি বলে জানা গেছে।

এই ধরনের ঘটনায় যাত্রী স্বার্থ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একজন গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। কেন্দ্রের বিজেপি সরকারকে এ বিষয়ে খোঁচা দিয়েছে তৃনমূল। পাল্টা তৃণমূল কে কটাক্ষ করেছে বিজেপি।

প্রত্যক্ষদর্শী শেখ নিয়ামত আলী র দাবি, ‘আমি একটা বন্ধুকে আনতে গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ নসিবপুর স্টেশনে যাই । তখন দেখি গেট খোলা দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর দেখি কিছু লোক গিয়ে গেটম্যান কে ধরে তুলল, গেটম্যান যখন গেট নামাচ্ছে তখন বারবার পড়ে যাচ্ছে। গেট ফেলে যাবার সময় আবার সে পড়ে যায়। সেই ভিডিওটাই আমি মোবাইলে রেকর্ডিং করেছি। গেট ম্যান পুরো মদ্যপ অবস্থায় ছিল। এই ধরনের ঘটনার ফলে যে কোন বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা এর উপযুক্ত  শাস্তি চাই।’

স্থানীয় বাসিন্দা শেখ আসিফ আলী জানিয়েছেন, ভিডিওটি কোন ফেক নয় এবং কোন এডিট নয় গতকাল রাতের এই ভিডিওটি। গেট ম্যান অবশ্য ই মদ্যপান করেছিল। কর্মরত অবস্থায় একজন গেটম্যান যদি এভাবে মদ্যপ অবস্থায় থাকে তাহলে যাত্রী সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই রেলের উপযুক্ত ব্যবস্থা নিক। এই গেটম্যান এর আগে এই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে।

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, আমরা একটি গেট ম্যানকে অপ্রকৃস্থ অবস্থায় পেয়েছি। তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । রেল যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপের ঘোরতর বিরোধী। যে কোন ব্যক্তি যদি কোন এই ধরনের অপ্রীতিকর ঘটনায় যুক্ত থাকে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া তম শাস্তির ব্যবস্থা করা হবে।

নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধাড়া জানান, ওই গেট ম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে। সঙ্গী সাথীদের নিয়ে যেভাবে গেটের ভেতরে গেটম্যান মদ্যপান করেন এই ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গেটম্যান ও কেবিনম্যানের ভুলে একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। অনেকের জীবন হানি হয়েছে। বিষয়টি শীর্ষ নেতৃত্বের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।

সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনার মধুসূদন দাস জানিয়েছেন, রেলের উন্নতি ও পরিকাঠামো নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট যত্নবান এ বিষয়ে তৃণমূলকে নাক গলাতে হবে না। কর্তব্যরত অবস্থায় যদি কোন কর্মচারী অপ্রকৃত অবস্থায় থাকে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে রেল যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূলের থেকে বিষয় কোন জ্ঞান না নিলেও চলবে।

Related Articles