রাজ্যের খবর

বীরভূমে আবার লাইনচ্যুত ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

Train derails again in Birbhum, passengers in distress

Truth Of Bengal: শনিবার সকালে বীরভূম জেলার তারাপীঠ রোড রেলস্টেশনের কাছে আবার একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি কয়লাবোঝাই মালগাড়ি। হঠাৎই তার একটি বগির চাকা ভেঙে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার সময় প্রায় ৯টা ৪৫ মিনিটে দাঙ্গাল রেলগেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে চরম দুর্ভোগপোহাতে হচ্ছে যাত্রীদের। সকাল ১০টার পর থেকেই বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তার ফলে, হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বীরভূম রেলস্টেশনে দাঁড়িয়ে পড়ে রয়েছে। যাত্রীদের ভোগান্তি বেড়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, লাইন পরিষ্কারের কাজ চলছে এবং শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

Related Articles