Trade tensions: মোদি-ট্রাম্পের মধ্যে অশান্তি লাগাতে চেয়েছিলেন, নাভারোর বিরুদ্ধে বড় অভিযোগ বোল্টনের
Trade tensions escalate as former US NSA John Bolton accuses Peter Navarro of provoking conflict with India over its purchase of Russian oil.
Truth Of Bengal: সাম্প্রতিককালে ভারতকে, রাশিয়া থেকে তেল কেনার জন্য, একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে আমেরিকার(Trade tensions)। এই বিষয়ে নয়াদিল্লিকে বেশ কয়েকবার আক্রমণ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। এবার তাঁকেই একহাত নিলেন প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তাঁর দাবি নাভারো অশান্তি লাগাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি বৈঠক চলার সময়ে।
[আরও পড়ুনঃ Durga Protest: কাশবনে ‘দুর্গা’ সেজে প্রতিবাদ! রূপান্তরকামীদের সম্মান ফেরাতে অভিনব উদ্যোগ অভিনেতার]
জন বোল্টন বলেন, “দুই রাষ্ট্রনেতা কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করেছিলাম। যেমন চীনের ও এই সময়ের বিরাট হুমকির মোকাবিলা করা(Trade tensions)। কিন্তু পিটার খালি কথা বলতে চাইছিলেন ভারতের বাণিজ্য কৌশল কতটা অন্যায্য তিনি মনে করেন, তা নিয়ে। যদিও ব্যবসায়ীদের আমি এমন করতে দেখেছি। সবসময়ে অভিযোগ থাকে বাণিজ্য বিষয়গুলিতে। বিষয়বস্তুটাই তো তেমন।” এখানেই শেষ নয়, নাভারো সম্পর্কে তিনি আরো বলেন, “আপনি যদি পিটারকে এক ঘন্টা একটি ঘরে একা রেখে পরে ফিরে আসেন, তাহলে দেখবেন উনি নিজে তর্ক করছেন নিজের সঙ্গেই।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতকে রুশ তেল কেনার জন্য খোঁচা মেরে একাধিক কথা বলেছিলেন পিটার নাভারো। তিনি দাবি করেছিলেন যে রুশ তেলের কোন দরকার নেই ভারতের, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্য কিনছে তারা(Trade tensions)।” এমনকি নয়াদিল্লিকে ‘শুল্ক মহারাজ’ বলে তোপ দেগেছিলেন তিনি। এখানেই শেষ নয়, কিছুদিন আগে তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকেও এই বিষয়ে ভারতকে আক্রমণ করেছিলেন। এবার দেখার বিষয় যে আগামীদিনে কোন পথে যায় এই অধ্যায়।




