রাজ্যের খবর

দার্জিলিংয়ের কাকঝোরায় ফের লাইনচ্যুত টয়ট্রেন

Toy train

The Truth of Bengal: ফের একবার দার্জিলিংয়ের কাকঝোরার কাছে লাইনচ্যুত হল টয়ট্রেন। এদিন জয় রাইড টয়ট্রেন দার্জিলিং স্টেশন থেকে ঘুমের দিকে আসছিল। ঠিক তখনই কাকঝোরার কাছে লাইনচ্যুত হয় টয়ট্রেনটি। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেলের উচ্চ আধিকারিকরা।

এরপর রেল কর্মীদের প্রচেষ্টায় ফের টয়ট্রেনটিকে লাইনে তোলা হয়। এবং যাত্রীদের নিয়ে ঘুমের উদ্দেশ্যে রওনা দেয় টয়ট্রেনটি। তবে কি কারণে লাইনচ্যুত হল তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। তারা আশঙ্কা করছেন, হয়তো ট্রেনের ব্রেকের ত্রুটি ছিল, অথবা লাইনের কোন সমস্যা ছিল।

এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পর্যটকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, হয়তো ট্রেনের ব্রেকের ত্রুটি ছিল, অথবা লাইনের কোন সমস্যা ছিল। তবে এই ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।

Related Articles