চিলাপাতায় বোটিং ও হাতি সাফারির দাবিতে সরব পর্যটন ব্যবসায়ীরা
Tourism businessmen are demanding boating and elephant safaris in Chilapata.

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার চিলাপাতায় পর্যটনের নতুন দিগন্তের সম্ভাবনা উঁকি দিচ্ছে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবার বানিয়া নদীতে বোটিং চালুর জোর দাবি তুলেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। দু’পাশে বিস্তৃত জলদাপাড়া অভয়ারণ্যের ঘন জঙ্গল, আর তার মাঝ দিয়ে বয়ে চলা বানিয়া নদী এমন মনোরম পরিবেশে বোটিং চালু হলে পর্যটকদের ভিড় যে বহুগুণে বাড়বে, সে বিষয়ে আশাবাদী স্থানীয়রা।
শুধু বোটিং নয়, সঙ্গে রয়েছে হাতি সাফারি চালুর দাবিও। ব্যবসায়ীদের মতে, এখন থেকেই পর্যটকরা চিলাপাতায় জঙ্গল সাফারির জন্য ভিড় করেন। গন্ডার, হাতি, বাইসন সহ নানান বন্যপ্রাণীর দর্শনে মুখর থাকে এলাকা। এই তালিকায় যদি বোটিং ও হাতি সাফারির মতো নতুন উপাদান যোগ হয়, তবে চিলাপাতা পর্যটনের মানচিত্রে নতুন মাত্রা পাবে।
পর্যটন ব্যবসায়ীদের দাবি, এতে শুধু স্থানীয় অর্থনীতি নয়, লাভবান হবে বনদপ্তরও। বনদপ্তরের রাজস্ব যেমন বাড়বে, তেমনই স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। পর্যটনের উন্নয়নের স্বার্থে দ্রুত এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। স্থানীয়দের আশা, প্রশাসন তাদের এই দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং চিলাপাতার পর্যটন সম্ভাবনাকে আরও প্রসারিত করবে।