Toto murder: শিলিগুড়িতে খুন এক টোটো চালক! এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য
A 51‑year‑old toto driver named Sabuj Sarkar was found dead near Subaljote forest area in Kharibari block, Siliguri.
Truth Of Bengal: মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের সুবলজোত এলাকায় খুন এক টোটো চালক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম সবুজ সরকার(৫১)। সে পেশায় একজন টোটো চালক(Toto murder)। জানা গিয়েছে যে গতকাল অর্থাৎ সোমবার রাতে বাড়ি থেকে বের হয় ভাড়াতে যাচ্ছেন। এরপর রাতে বাড়িতে ফিরে আসায় ফোন করতে থাকেন পরিবারের সদস্যরা। তবে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন তারপরও কোন রকম খোঁজ মেলেনি।
[আরও পড়ুনঃ Mohun Bagan: মোহনবাগান দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা, স্মরণে ফুটবল ইতিহাসের গর্বময় অধ্যায়]
অবশেষে এদিন টুকুরিয়াঝাড় বনাঞ্চল সংলগ্ন সুবলজোতে টোটো পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। এরপর কিছুটা দূরে ওই টোটো চালকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পারেন(Toto murder)। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
মৃত ব্যক্তির ভাইরা শিবু সরকার বলেন কারও সাথে কোন রকম শত্রুরা ছিল না। গতকাল রাতে টোটো নিয়ে বের হয় টোটো ভাড়ায় যাচ্ছেন। এরপর এদিন মৃতদেহ উদ্ধার হয়(Toto murder)। এই রকম ঘটনা আগে এই এলাকায় ঘটেনি। আমরা চাই এই খুনের ঘটনা যারা ঘটিয়ে তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।






