রাজ্যের খবর

সকাল ১১টা পর্যন্ত মোট অভিযোগ ১০৩৬টি, দ্রুত পদক্ষেপ কমিশনের

Total complaint 1036 till 11 am, quick action by commission

The Truth of Bengal: পঞ্চম দফার শুরু থেকেই দিকে দিকে অশান্তি। সকাল ১১টা পর্যন্ত রাজ্যের সাত লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট ১০৩৬টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। দলগত ভাবে সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম। তাদের অভিযোগের সংখ্যা ৭৯টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে ৫০টি। বিজেপি অভিযোগ করেছে ৪৯টি। কংগ্রেস অভিযোগ করেছে মাত্র ১টি। এছাড়া এনজিআর‌এস-এর মাধ্যমে অভিযোগ জমা পড়েছে ৬৫৩টি। সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা পড়েছে ১৫৩টি। সিএমএস-এর মাধ্যমে অভিযোগ জমা পড়েছে ২৩০টি।

সবগুলি অভিযোগ খতিয়ে দেখে কমিশনের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়। বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ার ঘটনা সামনে আসে। সেখানে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অশান্তি হয়। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে সরব হয়। সব মিলিয়ে পঞ্চম দফার শুরু থেকেই অভিযোগের বন্যা বইতে থাকে কমিশনে।

অভিযোগের মধ্যে অশান্তি যেমন আছে, তেমনই আছে ভোটকেন্দ্রের অনেক অব্যবস্থা। সকালের দিলে ইভিএম নিয়ে অভিযগ জমা হতে থাকে কমিশনে। সবগুলি অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন।

Related Articles