কলকাতারাজ্যের খবর

জোর শৃঙ্খলা রক্ষায়, নতুন তিনটি ডিসিপ্লিনারি কমিটি তৃণমূলের, কারা আছেন ওই কমিটিতে?

To maintain strict discipline, Trinamool has three new disciplinary committees, who are in those committees?

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের সংসদীয় ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা হলেন- সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও:ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, নাদিমুল হক ও কল্যান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার ডিসিপ্লিনারি কমিটিতে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটিতে আছেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদা হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য।

দলের কোন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠলে সে ক্ষেত্রে এই কমিটির বিচার করবে। সংসদীয় ক্ষেত্রে যদি কোন অভিযোগ আসে সেক্ষেত্রে সংসদীয় ডিসিপ্লিনারি কমিটির কাছে যাবে। বিধানসভার ক্ষেত্রে হলে আলাদা ডিসিপ্লিনারি কমিটি। আর দলীয় সংগঠনের ক্ষেত্রে কোন রকম অভিযোগ কোন নেতৃত্বের বিরুদ্ধে এলে দলের জন্য গঠিত ডিসিপ্লিনারি কমিটি বিচার করবে। কোনভাবেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগে হালকা করে দেখবে না দল। কমিটিতে বিচারের পর কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল কড়া ব্যবস্থা নেবে।

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে দলকে আরো সংগঠিত করতে এবং ঐক্যবদ্ধ করতে বিশেষ জোর। পাশাপাশি দলের নেতৃত্ব যাতে কোনভাবে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত না থাকে তার ওপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় দলের নেতাদের বিরুদ্ধে নানারকম অভিযোগ সামনে আসে। এই ধরনের অভিযোগ এলেই এবার কড়া পদক্ষেপ নেবে। দল শোকজ করবে সংশ্লিষ্ট নেতাকে। এদিনের কর্ম সমিতির বৈঠকে করা বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক শেষে দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

Related Articles