মসনদের লড়াইরাজ্যের খবর

TMC worker murder : কেতুগ্রামে খুন, সিপিএম হার্মাদদের দিকে আঙুল তৃণমূলের, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি

TMC worker murder: Murder in Ketugram, Trinamool points fingers at CPM cadres, demands swift action against accused

The Truth Of Bengal : কেতুগ্রামে খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে এই নিয়ে দলের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। ঘটনার পেছনে সিপিএম হার্মাদদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। নির্বাচনে ভয়ের আবহ তৈরি করতে সিপিএম বাংলায় খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে বলে অভিযোগ তৃনমূলের। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রনে নির্বাচন কমিশন। শাসক দলের কর্মী খুন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল।

সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। আর তার আগের রাতেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের আনখোনা গ্রামপঞ্চায়েতের চেঁচুরি গ্রামে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। মৃত তৃণমূল কর্মীর পরিবার আতঙ্কে রয়েছে। গোটা এলাকায় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে।

এ রাজ্যের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ৮ কেন্দ্রের মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রের কেতুগ্রাম বিধানসভা এলাকা অবস্থিত। সেই এলাকাতেই রক্তপাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় তৃণমূলের অভিযোগ, রবিবার সন্ধ্যায় ওই এলাকার বাসিন্দা মিন্টু শেখ (৪৫) নামের এক তৃণমূল কর্মী সুদিপুর গ্রামে তৃণমূলের নির্বাচনী কাজে গিয়েছিলেন। ফেরার সময় এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। একদল দুষ্কৃতি বাইক নিয়ে পথ আটকে তার উপর হামলা চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। শাসকদলের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁকে টার্গেট করা হয়েছিল। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Related Articles