রাজ্যের খবর

ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন, অভিযোগের তির আইএসএফের দিকে

TMC office set on fire, ISF alleges

Truth of Bengal: শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেতুলতলার ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অফিসে ব্যাপক ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে আইএসএফ সমর্থকরা। পার্টি অফিসে আগুন লাগানোর পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। একটি গুরুত্বপূর্ণ ক্রাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার পরই উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।

তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। তবে এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত আইএসএফ-এর তরফে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চলছে।

Related Articles