ব্যবসারাজ্যের খবর

বাংলার সংস্থার ঝুলিতে এলো গুজরাটের মেট্রো প্রকল্পের বড় অঙ্কের বরাত

Titagarh Rail System

The Truth of Bengal: গুজরাটে নয়া মেট্রো প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার জন্য বেশ কয়েকটি সংস্থার কাছে বরাত চাওয়া হয়েছিল। টেন্ডারে কোচ নির্মাণের ক্ষেত্রে, বরাত পেয়েছে বাংলার টিটাগর রেল সিস্টেম। যা আগে পরিচিত ছিল টিটাগড় ওয়াগান নামে। সূত্রের খবর, দেশের প্রথম কোনও বেসরকারি সংস্থা, যা ২০০৭ সাল থেকে রেলের ওয়াগান তৈরি করে আসছে।  গুজরাটে মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য মোট খরচ ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ কোটি টাকা।

তার মধ্যে ৩৫০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে ওই টিটাগড় রেল সিস্টেমকে। এর মধ্যে মেট্রো নির্মাণ করা, নকশা তৈরি করার পাশাপাশি সেগুলি পরীক্ষার করার দায়িত্বও থাকবে টিটাগড় রেল সিস্টেমের হাতে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৭০ সপ্তাহের মধ্যে  মেট্রোর রেক তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। হুগলি জেলার উত্তরপাড়াতে যে প্লান্ট রয়েছে, সেখানেই রেক নির্মাণের কাজ করা হবে। ৯৪ সপ্তাহের মধ্যে সেগুলি আমেদাবাদে পৌঁছনো যাবে।

দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের জন্য মোট মোট ১০ টি ট্রেনের রেক তৈরি করার বরাত দেওয়া হয়েছে। গুজরাটে ফেজ ওয়ান মেট্রোর সঙ্গে আরও ২৮.২ কিলোমিটার লাইন সংযুক্ত হবে। এর আগে আমেদাবাদের প্রথম মেট্রো প্রোজেক্টের জন্যও ৮৫০ কোটি টাকার বরাত পেয়েছিল এই সংস্থা। সুরাট মেট্রো প্রকল্পের সময় ২৪টি মেট্রো তৈরি কাজ করেছিল টিটাগড় রেল সিস্টেম। এছাড়াও দেশের বেশ কয়েকটি মেট্রো শহরের মেট্রো প্রকল্পের কাজও করেছে টিটাগড় রেল সিস্টেম সংস্থা।

 

Related Articles