কলকাতারাজ্যের খবর

শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে

Thunderstorms and rains expected until Friday, temperatures will remain under control

Truth Of Bengal: বর্তমানে দক্ষিণবঙ্গজুড়ে চলছে রোদ ও বৃষ্টির লুকোচুরি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মিশ্র আবহাওয়া শুক্রবার পর্যন্ত বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রায় সব জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি। আকাশ থাকবে আংশিক বা পুরোপুরি মেঘাচ্ছন্ন। ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কম থাকবে, গরমের অনুভূতি থাকবে না।

বৃষ্টির সম্ভাবনা বেশি দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

বর্তমানে তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কিছুটা নিচে রয়েছে। তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  বাকি জেলাগুলিতেও বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা। পাহাড়ি এলাকায় মাটিধসের আশঙ্কা রয়েছে এবং নিচু অঞ্চলে জল জমার সম্ভাবনা।

Related Articles