কন্যাশ্রী প্রকল্পে এবার এককালীন ২৫ হাজার টাকা!
This time, a one-time payment of 25 thousand taka is available for the Kanyashree project!

Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, কন্যাশ্রী প্রকল্পে এবার এককালীন ২৫ হাজার টাকা। ক্ষমতায় আসার ২বছর পর বাংলার পড়ুয়াদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ তে চালু করা সেই শিক্ষাবন্ধু প্রকল্পে ৩টি ভাগে টাকা পান পড়ুয়ারা। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১৩ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের বার্ষিক ১০০০ টাকা প্রদান করে দেওয়া হয়।
১৮ বছর হয়ে যাওয়ার পর অবিবাহিতা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে পড়া ছাত্রীকে এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয়।এবার সেই বিশ্ববন্দিত প্রকল্পে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এককালীন ২৫ হাজার টাকা পাবে রাজ্যের পড়ুয়ারা। যার ফলে ৯০ লক্ষের কাছে পড়ুয়া উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের লক্ষ্য ১ কোটি ছাত্রীকে এই প্রকল্পের আওতায় আনা।
সরকারি হিসেব বলছে, এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকার ওপর ব্যয় হয় কন্যাশ্রী প্রকল্পের জন্য। রাজ্যের মেয়েদের শিক্ষার হার বাড়াতে নগদ অর্থ প্রদান করার ফলে ড্রপ আউটের সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমেছে। কোভিডকালেও মেয়েরা শিক্ষার জগতের সঙ্গে যুক্ত থাকার জন্য চেষ্টা করে। মেয়েরা পড়ার খরচ থেকে অন্যান্য খরচে এই নগদ অর্থ কাজে লাগাতে পারে বলে জানিয়েছে।
রাজ্যের এই অনন্য প্রকল্প দেশ-বিদেশের কাছে সমাদৃত হয়। রীতিমতো বাংলার কন্যাশ্রী শিক্ষায় নিঃশব্দ বিপ্লব ঘটায়। বিদ্যাসাগর-রামমোহনের রাজ্যে নারী শিক্ষার প্রসারের জন্য নানা সুবিধা প্রদান করা হয়। অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসার ঝোঁক কমে। নাবালিকা বিয়ে কমে যাওয়ায় আর্থিক সুস্থিতির মতোই সমাজ জীবনেও সাম্যের আদর্শ রক্ষা করা সম্ভব হয়। এমনকি কন্যাশ্রীরা সচেতনতার পাঠ পাওয়ার পর অসময়ে বিয়ে রুখে দাঁড়ায়। প্রশাসনের কাছে জোর করে বিয়ে দেওয়ার কথা জানানোর পর অভিভাবকরা তার থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়।
আর্থ-সামাজিক প্রভাব, শিক্ষার জগতে দিশা দেওয়ার কথা বিবেচনা করে রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পকে ভূষিত করে। ২০১৭ সালের জুন মাসে রাষ্ট্রসংঘ সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রীকে। ৬২ টি দেশের মধ্যে ৫৫২ টি সামাজিক কল্যাণ প্রকল্পের মধ্যে সেরা পুরস্কার পায় কন্যাশ্রী। বিশ্ববন্দিত সেই প্রকল্পের সুবিধা নিয়ে পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে সেইজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এককালীন ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
আশা করা হচ্ছে,এর ফলে মেয়েরা আরও আগ্রহের সঙ্গে শিক্ষার আঙিনায় আসবে। ছাত্রদের মতোই ছাত্রীরাও নাসা থেকে ভাষা,সর্বত্র বিজয় রথ এগিয়ে নিয়ে যেতে পারবে।অর্ধেক আকাশের স্বপ্নপূরণের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে শিক্ষামূলক বিভিন্ন প্রকল্পের মতোই কন্যাশ্রীকে অগ্রাধিকার দেওয়ায় পড়ুয়ারা বেশ খুশি। সরকারি স্কুলে আসার প্রবণতাও বাড়বে।