তিনদিন ধরে মিলছিল না সাড়াশব্দ, তালা ভেঙে ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ পুলিশের
There was no response for three days, when the lock was broken and the police opened their eyes

The Truth Of Bengal : উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরোজ পার্কের এক বাড়ী থেকে দরজার তালা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় বছর পঞ্চাশের শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তি কে উদ্ধার করল বারাসাত থানার পুলিশ। আশঙ্কা জনক অবস্থায় তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম শ্যামল ভৌমিক। তার পরিবারের বাকি সদস্যরা বেহালায় থাকেন। গত তিনদিন ধরে তার কোন দেখা ও সাড়াশব্দ মিলছিল না। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় মঙ্গলবার সকালে বারাসাত থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ তারাই সিভিল ডিফেন্সের কর্মীদের ডেকে দোতালায় উঠে দরজার তালা ভেঙে শ্যামলকে উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বেশ কিছুদিন অভুক্ত অবস্থায় রয়েছেন তিনি। কোন কারণে তার স্মৃতিশক্তি ও বিকল হয়। যার ফলে তার হাঁটা চলার ক্ষমতা ছিল না। তবে স্থানীয় প্রতিবেশী নাগরিকদের এই সচেতনতার জন্য ধন্যবাদ জানানো হয় বারাসাত থানার পক্ষ থেকে। পাশাপাশি বেহালায় শ্যামলের দাদাকেও খবর দেওয়া হয় তার ভাইয়ের এই গুরুতর অসুস্থতার কথা বলে। স্থানীয়দের দাবি হয়তো এভাবে আর একদিন পড়ে থাকলে শ্যামলবাবু মারাই যেতেন।