রাজ্যের খবর

প্রাচীন মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানে

There is a lot of excitement surrounding the recovery of the ancient idol

The Truth Of Bengal : মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান : শিব লিঙ্গের পর এবার ঠাকুরের মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের করুইগ্ৰামের পুকুর থেকে সোমবার কটি ঠাকুরের মূর্তি উদ্ধার হয়। ঘটনায়

জানা যায়, কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের করুইগ্ৰামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল। এবার ফের সোমবার পুকুর থেকে একটি ঠাকুরের মূর্তি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পুকরটির নাম হল সিতে পুকুর। পরপর এই নিয়ে তিনটি ঠাকুরের মূর্তি উদ্ধার হল করুইগ্ৰামের সিতে পুকুর সংস্কার করার সময়ে। সেটা নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে। ঠাকুরের মূর্তি দুটি প্রাচীন বলে জানা গেছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে, কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে মূর্তিগুলি নিয়ে চলে যায়।

সিতে পুকুর থেকে মূর্তিগুলো উদ্ধার হওয়ার পর থেকে সেই পুকুরে সামনে ভিড় জমাচ্ছে করুই এলাকার মানুষেরা। এবার ওই পুকুরে দেখা মিলল পুরোনো দিনের ধ্বংসস্ত ইট সামগ্রি। গ্রামের মানুষের প্রাথমিক অনুমান, বহু প্রাচীনকালে এখানেই হয়ত ঠাকুরের মন্দির বর্তমান ছিল যা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুকুর থেকে আরো কিছু পুরাতত্ত্বিক সামগ্রী পাবার আশায় রয়েছেন গ্ৰামের মানুষেরা।

Related Articles