উত্তরপাড়া পুরসভায় দিনে দুপুরে চুরি, খোয়া গেল নগদ টাকা সহ সোনার গহনা
Theft in day time in Uttarpara municipality, gold jewelery along with cash was lost

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : ফের উত্তরপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে হরিশ মুখার্জী লেনে ভদ্রকালী অঞ্চলে দিনে দুপুরে চুরির ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন উত্তরপাড়া থানার পুলিশ এবং এলাকার কাউন্সিলর।
সম্প্রতি খবরের শিরোনামে বারবার উঠে আসছে উত্তরপাড়া নাম। পরপর একাধিক দোকানে সি সি ক্যামেরায় ধরা পড়ছে চুরি, মোবাইল ছিনতাই এর মত একাধিক ঘটনা। আবারোও গতকাল বিকালে ৮ নম্বর ওয়ার্ডে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। যা নিয়ে এলাকায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও এর আগে উত্তরপাড়ায় পরপর চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ এবং উদ্ধার হয় বেশ কিছু সোনার গহনা ও নগদ টাকা। সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারো চুরির অভিযোগ উঠল উত্তরপাড়ায়।
যদিও বারংবার উত্তরপাড়ায় চুরির ঘটনা ঘটায় পুরো এলাকায় সি সি ক্যামেরার নজরদারি বাড়ানো নিয়ে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি উত্তরপাড়া এলাকার সাধারণ মানুষ আবারও পুলিশের কাছে আবেদন করে পাড়ায় পাড়ায় নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকর করতে। যদিও পুলিশের এক কর্তা জানান, “ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। সি সি ক্যামেরার সূত্র ধরে তদন্ত এগোবে।”