রাজ্যের খবর

অপেক্ষার অবসান! পশ্চিম বর্ধমানের আসানসোলে শুরু স্বস্তির বৃষ্টি

The wait is over! Relief rains started in Asansol of West Burdwan

The Truth Of Bengal :  শনিবার বিকালে ঘন কালো মেঘের সাথে ঝড়ো হাওয়া, আর তার সাথে বৃষ্টিতে শিল্পাঞ্চলের আবহাওয়া ঠান্ডা করে দিল। গত বৃহস্পতিবার রাত্রে বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হলেও দুদিন বৃষ্টি না হওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্প থাকার ফলে প্যাচপ্যাচে গরমে জনজীবন হাঁসফাঁশ করছিল। শণিবার ৩৯ ডিগ্রি তাপমাত্রা থাকলেও মেঘরোদ্দুরের লুকোচুরি খেলায় প্রচন্ড গরম অনুভব হচ্ছিল অবশেষে বিকাল হতেই ঘন কালো মেঘের সাথে দমকা ঝড়ো হাওয়া তারসাথে বৃষ্টিতে আসানসোল শিল্পাঞ্চলের আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে।

তবে এই বৃষ্টির মধ্যে চিন্তা বেড়েছে জেলার মানুষের। কারণ একদিকে যেমন বৃষ্টি হয়েছে, তেমনভাবেই শোনা গিয়েছে তীব্র মেঘের গর্জন। যা বারবার বজ্রপাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের অনেকেই বলছেন, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সাবধানে থাকতে বলছেন তারা।

Related Articles