রাজ্যের খবর

মকরের স্নান করতে এসে নদীতে তলিয়ে গেলো কিশোর, চাঞ্চল্য এলাকায়

The teenager fell into the river

The Truth Of Bengal : সুবর্ণরেখা নদীতে মকর স্নান করতে এসে ঘটল বিপত্তি। নদীর জলে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায়। জানা গিয়েছে, সূর্য পাল নামের বছর ১৭ র কিশোর সোমবার চার বন্ধুর সঙ্গে মকর স্নান করতে এসেছিল গোপীবল্লভপুর ২ ব্লকের কুঠিঘাটে সুবর্ণরেখা নদীর জলে।

জানা গিয়েছে, নদীর জলে স্নান করার সময় সূর্য পাল ও তার এক বন্ধু অরিন্দম ঘোষ সুবর্ণরেখার জলে তলিয়ে যেতে থাকে। তখন পাশে থাকা কয়েকজন তলিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু অরিন্দম ঘোষকে উদ্ধার করা গেলেও মাধ্যমিক পরীক্ষার্থী সূর্য পালকে উদ্ধার করা যায়নি।

তবে ঘটনার খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে মকর সংক্রান্তির দুপুরের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

FREE ACCESS

Related Articles