সায়নের জামিনের বিরোধিতায় রাজ্যের মামলার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
The Supreme Court dismissed the plea of the state against Sion's bail

Truth Of Bengal: হাইকোর্টের নির্দেশ বজায় রইল। সোমবার সুপ্রিম কোর্টে সায়নের জামিনের বিরোধিতার মামলার শুনানি ছিল। বিচারপিত জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হয় এই মামলার। শুনানিতে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকাকে। শুনানিতে বিচারপতি জেবি পারদিওয়ালা প্রশ্ন করে ১০০ জনের মধ্যে ওই ছাত্রনেতাকে পুলিশ কেন গ্রেফতার করল? তারপরেই কলকাতা হাইকোর্টের জামিন মঞ্জুর করা নিয়ে বিচারপতি বলেন‘‘ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত।
এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এফআইআর খারিজের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’’ বিচারপতি জানতে চাই সায়েনর বিরুদ্ধে কয়টি এফআইআর দায়ের হয়েছে। রাজ্যের আইনজীবী জানায় ১১ টি এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন‘‘হাই কোর্টে মামলা করেছিলেন সায়নের মা। কিন্তু তিনি কর্মসূচির ডাক দেননি। কর্মসূচির ডাক দিয়েছিলেন সায়ন। প্রশ্ন উঠছে সায়ন নিজেই নবান্ন অভিযান কর্মসূচি করিয়েছিলেন না কি এর নেপথ্যে অন্য কেউ আছেন?’’ রাজ্যের আইনজীবীর এই কথায় গুরত্ব দেনিন সুপ্রিম কোর্ট।সায়নের জামিন প্রসঙ্গে বিচারপিত বলেন ‘‘প্রথমে নগর দায়রা আদালত ও পরে হাই কোর্ট থেকে জামিন নিতে পারতেন ওই ছাত্রনেতা।’’
উল্লখ্য গত ২৭ আগস্ট ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এর নবান্ন অভিযানে গোলমালের অভিযোগে সায়ন লাহিড়ীকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছিল রাজ্য সরকার।