বুলবুলচন্ডীর গল্প রেললাইন এবং আতঙ্কের কালো মেঘ
The story of Bulbulchandi is a dark cloud of railroad tracks and panic

The Truth Of Bengal : মালদা :- বেশ কয়েক মাস ধরে বুলবুলচন্ডী স্টেশনে রেললাইন আন্ডার পাস ক্রসিং এর ওভারহেড হাইট রেস্ট্রিকশন ব্যারিকেড রাজ্য সড়কের দুই ধারে ভেঙে পড়ে রয়েছে, সংস্কারের দাবি স্থানীয়দের। মালদা -নালাগোলা রাজ্য সড়কে হবিবপুরের বুলবুলচন্ডী স্টেশনে রেল লাইন আন্ডার পাস ক্রসিং এ রেলওয়ে পক্ষ থেকে রাজ্য সড়কের দুই ধারে ওভারহেড হাইট রেস্ট্রিকশন ব্যারিকেডে দেওয়া হয়েছে যাতে রাজ্য সড়কের উপরে রেল ব্রিজে মাল বোঝা যানবাহন সংঘর্ষ না বাধে কিন্তু বিভিন্ন মাল বোঝাই গাড়ি বুলবুলচন্ডী রেল স্টেশন ওভার হেড হাইট রেস্ট্রিকশন ব্যারিকেডে লেগে ভেঙে পড়ে তবে এখনো কয়েক মাস ধরে ভেঙে পড়ে রয়েছে।
এই ব্যাপারে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভগৎ জানান রেলওয়ে পক্ষ থেকে বুলবুলচন্ডী স্টেশনে রেল লাইন আন্ডার পাস ক্রসিং এ ওভারহেড হাইট রেস্ট্রিকশন রাজ্য সড়কের দুই ধারে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ওভারলোড ওভার হাইটের মাল বোঝাই যানবাহন আন্ডার পাস ক্রসিং এ ওভারহেড এ সংঘর্ষের দুর্ঘটনা যাতে না ঘটে, কিন্তু কয়েক মাস আগে মাল বোঝাই ওভার হাইট গাড়িতে ব্যারিকেডে লেগে ভেঙে পড়ে পড়ে যায় তবে এখনো রেল দপ্তরের পক্ষ থেকে সংস্কার করা হয়নি আমাদের দাবি যাতে অতি সত্তর সংস্কার করা হয় যাতে বড়সড় দুর্ঘটনা না ঘটে।