কলেজে ভর্তির হার বাড়াতে রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশ! ‘বড়’ দায়িত্ব প্রধান শিক্ষকদের
The state school education department to increase the admission rate in college! The 'big' responsibility of head teachers

The Truth of Bengal : এবার কলেজে ভর্তির হার বাড়াতে নয়া সিদ্ধান্ত রাজ্যের। স্কুলের প্রধান শিক্ষকদের উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের ফোন করতে হবে। রাজ্যের কলেজে ভর্তি হয়েছে কিনা তা ফোন করে জানতে হবে। যদি ভর্তি না হয়ে থাকে তাহলে তাকে ভর্তি হওয়ার জন্য উৎসাহ দিতে হবে।
এখনও কলেজে ভর্তির জন্য আবেদন জানায়নি উচ্চ মাধ্যমিক পাশ করা বহু পড়ুয়া। এই ব্যবস্থার মাধ্যমে সেইসব ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে হবে। রাজ্যের কলেজে পড়ুয়ারা কেন ভর্তি হতে চাইছেন না তার সংশ্লিষ্ট কারণ জানতে হবে। কেন্দ্রীয় ভাবে রাজ্য সরকার ভর্তির জন্য যে অনলাইনে পোর্টাল চালু করেছে তাও জানাতে হবে। উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের এই সব তথ্য ফোন করে করে প্রধান শিক্ষকদের জানানোর নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের। স্নাতক স্তরে প্রথম বর্ষের প্রথম রাউন্ডের শেষে একাধিক কলেজে আসন ফাঁকা। এখনও বহু উচ্চ মাধ্যমিক পড়ুয়া আবেদন জানায়নি। আগামী ৮ আগস্ট থেকে দ্বিতীয় রাউন্ডের প্রক্রিয়া শুরু হবে। আবেদনের জন্য লাগবে না কোনও টাকাও, উচ্চ মাধ্যমিকের পাশ করা ছাত্র-ছাত্রীদের মোবাইলে মেসেজ করেও জানানো যেতে পারে। কলেজে ভর্তির হার বাড়ানোর জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশ প্রধান শিক্ষক-শিক্ষিকাদের।