রাজ্যের খবর

সরানো হল সুন্দরবন পুলিশ জেলার এসপি-কে, বদলি আরও দুই আধিকারিককে

The SP of Sundarban police district has been removed, two other officers have been transferred

The Truth of Bengal: শেষ দফার ভোটের আগে ফের রদবদল পুলিশে। বদলি করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও, মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান এবং রহড়া থানার আইসি দেবাশিস সরকারকে। আগামী ১ জুন শেষ দফায় ভোট রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৯টি কেন্দ্রে। তার আগে সুন্দরবন পুলিশ জেলার সুপার-সহ ৩ আধিকারিককে সরিয়ে দিল কমিশন। কেন তাদের সরিয়ে দেওয়া হল সে বিষয়টি কমিশনের তরফে নির্দিষ্টভাবে কারণ জানানো হয়নি। মঙ্গলবার বেলা ৩টের মধ্যে ওই ৩ আধিকারিকের জায়গায় নতুন নামের প্রস্তাব পাঠাতে বলেছে কমিশন।

এর আগে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) দিব্যা লোঙ্গানাথনকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। পাশপাশি কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রশ্মি কমলকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছিল, এই দুই আধিকারিক নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না।

প্রসঙ্গত, নির্বাচনী নির্ঘণ্ট জারি হতেই একের পর এক অনেক আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। রাজ্য পুলিশের ডিজিকেও সরানো হয়েছিল। সম্প্রতি সরানো হয়েছে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিককে। এবার শেষ দফার ভোটের আগে সরিয়ে দেওয়া হল তিন আধিকারিককে।

Related Articles