রাজ্যের খবর

সদ্য প্রান হারিয়েছে ছেলে, পুত্রশোকে বিভোর পিতাকে বেধড়ক মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

The Truth of Bengal : দুর্ঘটনায় প্রান হারিয়েছে ছেলে। সেই খবর বাবা-মাকে না জানিয়ে উল্টে সদ্য সন্তানহারা পিতাকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত মেডিক্যাল কলেজের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসত হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বৃহস্পতিবার কাজি নজরুল ইসলাম সরণির হলদিরামে স্কুল থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে একাদশ শ্রেণির ছাত্র অঙ্গীকার দাশগুপ্ত। আহত অবস্থায় উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গেলে এই ছাত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ছেলের দুর্ঘটনায় আহত হওয়ার খবরটা পরিবারকে জানায়নি পুলিশ বা হাসপাতাল এমনটাই অভিযোগ অঙ্গীকারের মা-বাবার। হলদিরামের এক রিক্সা চালক ছাত্রের বাড়ি গিয়ে তাঁর মা-কে খবর দেন। এরপর ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন নিহতের আত্মীয়রা। অনেক খোঁজার পরে তাঁরা যখন বারাসত হাসপাতালে পৌঁছায় তখন জানতে পারেন, ছেলের দেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর পরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন নিহত ছাত্রের বাবা – মা সহ পরিজনরা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ, কর্তব্যরত অফিসারকে ধাক্কা দেন নিহত ছাত্রের বাবা। অভিযোগ, এরপরই সদ্য সন্তানহারা পিতাকে বারাসত থানার কয়েকজন পুলিশকর্মী বেধড়ক মারধর করে বারাসাত থানায় নিয়ে যান। মারের চোটে বাম চোখের ওপরে ফেটে যায় তাঁর।

নিহতের মা জানিয়েছেন, ছেলের কাছে আইডেনটিটি কার্ড ছিল। ওর পরিচয়, বাড়ির ফোন নম্বর সব তাতে লেখা ছিল। সেই কার্ড দেখে বাড়িতে ফোন করে খবর দিল না কেন পুলিশ? কেন কলকাতার বড় বড় হাসপাতাল ফেলে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হল তাকে? যদিও বা এ ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Related Articles