রাজ্যের খবর

স্বস্তির বৃষ্টিতে নামল শোকের ছায়া, বজ্রপাতে মৃত ১

The shadow of grief fell in the rain of relief, the dead 1 in lightning

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : বজ্রপাতে বাঁকুড়ায় মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সীমা পাল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দীর্ঘদিন ধরে প্রবল দাবদাহের পর আজ দুপুর থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয় বাঁকুড়ার কোতুলপুরে। এই বৃষ্টিতে এলাকার মাবুষ প্রবল অস্বস্তিকর গরম থেকে সাময়িক স্বস্তি পেলেও বয়ে নিয়ে এল দুঃসংবাদ। জানা গেছে এদিন বৃষ্টির সময় কোতুলপুরের সাঁইতাড়া গ্রাম লাগোয়া জমিতে তিল কাটার কাজ করছিলেন সাঁইতাড়া গ্রামের গৃহবধূ সীমা পাল। বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে। প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

Related Articles