রাজ্যের খবর

 ঘন জঙ্গলের মাঝে ‘লুকিয়ে’ রানওয়ে 

Airport Runway

The Truth of Bengal: বাঁকুড়া জেলায় একটি বিমানঘাঁটি রয়েছে। চাইলে আপনিও দেখতে পারবেন সেই এয়ারফিল্ডটি। রয়েছে সুবিশাল রানওয়ে। বিমানঘাঁটিটির অবস্থান জঙ্গলের একেবারে মাঝে। জনমানবহীন পরিত্যক্ত জায়গায়। দেখে মনে হবে অন্য কোথাও চলে এসেছেন। এয়ার ফিল্ডটির নাম বিষ্ণুপুর বাসুদেবপুর এয়ারফিল্ড। এটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে কিছুটা দূরে বাসুদেবপুরে অবস্থিত এই ঐতিহাসিক সামরিক বিমানঘাঁটিটি। ১৯৪২ সালে তৈরি হয়েছিলে। ১৯৪২ সাল থেকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যবহৃত হয়েছিল এই সামরিক বিমানঘাঁটিটি। তখন বাঁকুড়ার আকাশে সাইসাই করে উড়ে যেত যুদ্ধবিমান।

বর্তমানে ভারতীয় বায়ুসেনার অধীনে রয়েছে বিষ্ণুপুর বাসুদেবপুর এয়ারফিল্ড এবং এয়ারফিল্ড সংলগ্ন বেশ কিছুটা জায়গা।জায়গাটিতে যাওয়ার আগে মাথায় রাখতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। সূর্যের আলো থাকতে থাকতে যদি পৌঁছে যান, তা হলে কাছেই থাকা একটি ‘ওয়াচ টাওয়ার’ থেকে গোটা এলাকাটি উপভোগ করতে পারবেন। তার সঙ্গে পেয়ে যাবেন মনোরম জঙ্গল। তবে মাথায় রাখতে হবে বন্যপ্রাণীর কথা। প্রায়ই হাতি বের হয় এখানে। ফলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সঙ্গে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হতে পারে। একসময় যুদ্ধবিমানের নিয়মিত ওঠানামা থাকলেও আজ ৭৮ বছর পর সামরিক এই এয়ারফিল্ডটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে।

তবে গোটা এলাকাটি ঝোপ-জঙ্গলে ঢেকে গেলেও সুবিশাল রানওয়েটি আজও আগের মতো আছে।বিষ্ণুপুর বাসুদেবপুর এয়ারফিল্ডটি ১৯৪৫ সালে বন্ধ হয়ে যায়। তারপর থেকে এয়ারফিল্ডটি পরিত্যক্ত এবং বেহাল অবস্থায় রয়েছে। বহু বছর আগে বিশ্বযুদ্ধের ইতিহাসের ছোঁয়া পেতে একবার ঘুরে আসতেই পারেন এই পরিত্যক্ত জায়গা থেকে। এমন জায়গা এখানে আছে, এটা যদি আগে থেকে জানা না থাকে তা হলে মনে হতে পারে অন্য কোনও দেশে পৌঁছে গিয়েছেন। বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল লাগোয়া বিষ্ণুপুর বাসুদেবপুর এয়ারফিল্ডটি ইতিহাসের সাক্ষ্য বহন করতে আজও দাঁড়িয়ে আছে একইরকম ভাবে।

Related Articles