রাজ্যের খবর

বিশ্বকর্মা পুজোর আগেই ব্যস্ত সিউড়ির মৃৎশিল্পীরা

The potters of Siuri are busy before Vishwakarma Puja

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : ১৭ ই সেপ্টেম্বর ৩১শে ভাদ্র প্রতিবছরের মতন একই দিনে অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে পুজো করা হয় শিল্পের দেবতা বিশ্বকর্মা। আর এই পুজোকে ঘিরে চরম ব্যস্ততার মিৎশিল্পীরা। ছাঁচের তৈরি প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমা তৈরিতে ব্যস্ত দিন দিন মূল্য বৃদ্ধির চেয়ে কমে যাচ্ছে বড় প্রতিমার চাহিদা মাটির তৈরি ছাঁচের প্রতিমা তেই পুজো হচ্ছে বেশি এমনটাই জানাচ্ছেন মৃৎশিল্পী অনাদীশ মাহারা।

তাই এবারে বড় প্রতিমার তৈরি থেকে ছোট প্রতিমা ছাচে তৈরি করা হয়েছে বেশি। কাল থেকেই বাজারে সেজে উঠবে ছাঁচের প্রতিমা। আর এই প্রতিমা বিক্রি করার পসরা সাজিয়ে বসবেন এই সকল মৃৎশিল্পীরা। কারণ ১০০ থেকে ১৫০ টাকায় ভালো প্রতিমা পাওয়া যাচ্ছে ছাঁচের। তাই সেভাবে বড় বিশ্বকর্মা প্রতিমা বিক্রির চাহিদাও পৌঁছে দিন দিন। হাতে আর তিন দিন। তার আগেই রং তুলি হাতে নিয়ে চোখ আঁকতে ব্যস্ত শিল্পীরা।

প্রতিমা বিক্রির আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা। তবে দিন দিন জিনিসের দাম বাড়লেও প্রতিমার সেভাবে দাম বাড়াতে পারছেন না প্রতিমা তৈরি শিল্পীরা। এমনটাই জানাচ্ছেন তবে এখন আশার আলোয় রয়েছে বীরভূমের বিভিন্ন মৃৎশিল্পীরা।

Related Articles