
The Truth of Bengal: নলহাটি টু ব্লকের বারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারা গ্রামের হারিয়ে যাওয়া মেয়ে পূর্নিমা কোরাকে ফিরিয়ে দিল নলহাটি থানার ও লোহাপুর ফাঁড়ির পুলিশ প্রশাসন।
পরিবার সূত্রে জানা যায়, নয় বছর আগে মেয়ে পূর্নিমা কোরাকে নিয়ে দিল্লি গিয়েছিল তার মাসির বাড়ি। মেয়েটি আংশিক ভারসাম্যহীন থাকার ফলে দিল্লিতে সে হাড়িয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে আর খুঁজে পায়নি।
দিল্লির রাস্তায় ঘোরাঘুরি করার পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে একটি হোমে পাঠায়। দীর্ঘ দিন হোমে থাকার পর বাংলায় কথা বলায় তাকে কলকাতার হাম রেডিও নামে একটি সংস্হার সাথে যোগাযোগ করে মেয়েটিকে তাদের হাতে তুলে দেয়।
এরপর মেয়েটির ঠিকানা বীরভূম বলায় নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির এক পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করে। এর আগেও রাজনগর থানায় থাকা কালিন এই পুলিশ আধিকারিক ASI স্বপন মালের মাধ্যমে হারিয়ে যাওয়া এক বৃদ্ধা বাড়ি ফিরে আসে।
কর্মসূত্রে লোহাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ASI স্বপন মাল সব ঠিকানা জানতে চাই ঐ সংস্হাকে তখন তারা জানান লোহাপুরে বারা গ্রামের বাড়ি। ওই এলাকার ভিলেজ পুলিশকে সাথে নিয়ে খোঁজাখুঁজি করে তার পরিবারের সাথে যোগাযোগ করে ছবি দেখান। ছবি দেখে বাবা-মা চিনতে পারলে তাদেরকে কলকাতার ওই ঠিকানায় পাঠিয়ে দেন, মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে পরিবার। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে খুশি মা বাবা। তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।