রাজ্যের খবর

গাড়ি বিগড়ে বিপত্তি , ৩ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ

The police brought 3 high school students to the examination center after the car broke down

The Truth Of Bengal : অন্যান্য দিনের মত বুধবার নির্ধারিত সময়েই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । আর মাঝপথেই ঘটলো বিপত্তি । পরীক্ষা কেন্দ্রে রওনা দেওয়ার পথে বিকল হয়ে পড়ে তাদের গাড়িটি। অপরদিকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সময়ও এগিয়ে আসছে তাদের । এই ঘটনায় শেষমেষ ত্রাতার ভূমিকায় এগিয়ে আসে মেটেলি থানার পুলিশ।

অন্যান্য দিনে পরীক্ষার মত এদিনও বিধাননগর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কলাবারির মদিরা রায়, সানেকা টুডু ও সাকিনা ওরাওঁ পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছিল।

কিন্তু রাস্তায় তাদের গাড়ি খারাপ হওয়ায় মেটেলি থানার এ এস আই দীপক রায় নিজের গাড়িতে ওই তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ওই তিন ছাত্রী ধন্যবাদ জানিয়েছে পুলিশকে। সকাল ১০ টা ৫০ নাগাদ ওই তিন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢোকে। পুলিশের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।

Free Access

Related Articles