সেচ প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন, খুশি এলাকাবাসিরা
The official inauguration of the road by the efforts of the Minister of State for Irrigation, the residents are happy

The Truth Of Bengal, malda: মালদা জেলার একাধিক জায়গায় রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পের শুভ শিলান্যাস হল। বৃহস্পতিবার সব মিলিয়ে মোট ৫ টি জায়গায় রাস্তা তৈরির কাজ শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা যায়, মালদা জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গ্রীন মার্কেট ,আব্বাসগঞ্জ হাই মাদ্রাসার পাশে, গঙ্গা প্রসাদ পঞ্চায়েত অন্তর্গত ধুলাউড়ি গ্রামে ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গীতা মোড়ে সব মিলিয়ে ৫ টি জায়গায় ও বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঙ্গিটোলা ফিল্ডে এলাকায় পথশ্রী প্রকল্পের শুভ সুচনা হল। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমীন।
পাশাপাশি বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ শেখ সহ একাধিক জনপ্রতিনিধিরা। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার, সেই দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। এর পাশাপাশি রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা।
FREE ACCESS