রাজ্যের খবর

উত্তরবঙ্গে তৃণমূলের বিক্ষোভ মিছিল থেকে গর্জে উঠলেন নেতাকর্মীরা

The leaders and activists roared from the protest march of Trinamool in North Bengal

Truth Of Bengal: ভারতীয় সংবিধান রচয়িতা ড: বি. আর আম্বেদকর সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি আজ কালিয়াগঞ্জেও প্রতিবাদ মিছিলে সামিল ছিলেন শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দরা।

সোমবার দুপুরে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় যা সমগ্র শহর পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্বে ছিলেন শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্য এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়, পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার সহ অন্যান্যরা। এই মিছিল লোকসভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দেশের সংবিধান রচয়িতা বি.আর আম্বেদকর সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন তারই  প্রতিবাদে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জেও প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেস।

উত্তর দিনাজপুর জেলার  তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় জানান, এই প্রতিবাদ মিছিল আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করার জন্য। একপ্রকার আম্বেদকরকে নিয়ে মজা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। স্বাধীনতার পর সংবিধান রচনায় আম্বেদকর সাহেবের যেই প্রয়াস তাকে অসম্মান করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী।  যেই সংবিধান মেনে তিনি আজ মন্ত্রী হয়েছেন আজ সেই সংবিধানকেও তিনি এক প্রকার অবমাননা করেছেন। একজন সম্মাণীয় ব্যক্তিকে কোনোদিন এভাবে অবমাননা করা যায়না। আজ  আমরা তারই বিরুদ্ধে  মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলন সরব হয়েছি।

Related Articles