চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, কালিয়াগঞ্জ পুরসভায় শুরু নদীর ঘাট পরিস্কারের কাজ
The last minute preparations are underway, the work of cleaning the river ghat has started in Kaliaganj municipality

Truth Of Bengal : সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ : উত্তর দিনাজপুর : হাতে আর সময় নেই বল্লেই চলে। হাতে গোনা আর কয়েকটা দিন, তার পড়েই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। শেষ মূহুর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে পূজা উদ্যোক্তাদের পাশাপাশি প্রশাসনিক মহলেও। পূজার কয়েকদিন উৎসবের মধ্যে কাটালেও দশমির দিনে দেবী দূর্গাকে স-পরিবারে কৈলাশে ফিরে যেতে হয়।
দশমিতে বিসর্জন ঘাটে কোন প্রকার সমস্যা না হয় সেই কারণে আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা। কালিয়াগঞ্জ থানার সামনে পুরসভা নিয়ন্ত্রীত শ্রীমতি নদীর ঘাট পরিস্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। নদীর ঘাট থেকে পূরানো বিভিন্ন দেব দেবীর কাঠ সহ বিভিন্ন পূজার সামগ্রী যেমন তোলা হচ্ছে জেসিবি দিয়ে পাশাপাশি ঘাটের চার পাশ জুড়ে জঙ্গল, নোংড়া আবর্জনা পরিস্কার করা হচ্ছে যাতে দশমির দিনে কোন প্রকার সমস্যা না হয় বিসর্জনে।
পুরপ্রধান রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ শহরের বেশির ভাগ প্রতিমা দশমির অধিক রাত পর্যন্ত পুরসভা নিয়ন্ত্রীত শ্রীমতি নদীর ঘাটে বিসর্জন দেওয়া হয়। সেই কারণে আগে থেকে নদীর ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে পুরসভা।