সুপ্রিম নির্দেশ অমান্যের পর ডাক্তারদের অবস্থান জানতে চেয়ে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের
The health department has called for a report seeking to know the location of the doctors after the Supreme directive was disobeyed

Truth Of Bengal: এখনো পর্যন্ত কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছে? স্বাস্থ্য দপ্তর থেকে সেই রিপোর্ট চাওয়া হল। মেডিকেল কলেজের প্রিন্সিপালদের থেকে করা হল রিপোর্ট তলব। সুপ্রিম কোর্টের নির্দেশে কারা কাজে যোগদান করেছে? কতজন জুনিয়র চিকিৎসক যোগদান করেছে? তা জানতে চাইল স্বাস্থ্য দপ্তর।
সুপ্রিম নির্দেশ অমান্যের পর ডাক্তারদের অবস্থান জানতে চেয়ে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের pic.twitter.com/rSfDr0hOHa
— TOB DIGITAL (@DigitalTob) September 12, 2024
প্রসঙ্গত, বুধবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা সরকারের সঙ্গে বৈঠকের জন্য চারটি শর্ত দিয়েছিলেন।
- অন্তত ৩০ জনের প্রতিনিধিদল।
- বৈঠকের লাইভ টেলিকাস্ট।
- তাঁদের পাঁচ দফা দাবিতেই কেবল আলোচনা।
- বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে।
সন্ধ্যা ৬টায় আন্দোলনকারীদের নবান্নে বৈঠকে আসতে বলা হয়েছিল। কিন্তু শর্ত-সহ ইমেলের কোনও জবাব না পাওয়ায়, নবান্নের ডাকে সাড়া দেননি আন্দোলনকারীরা। অপেক্ষার পর অবশেষে সন্ধ্যা ৭টা নাগাদ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও রকম শর্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে ন। তাঁরা চাইছেন শর্তকে দূরে সরিয়ে রেখে খোলা মনে আলোচনা করতে। এদিকে আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড়। বুধবার প্রথমে সন্ধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক শেষে এবং রাতে ফের এক বার আরও স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।