সাতসকালে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ, তদন্তে মল্লারপুর থানার পুলিশ
The hanging body of a person was recovered at seven in the morning, the police of Mallarpur police station are investigating

The Truth Of Bengal : সাত সকালেই গাছের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পারিবারিক অশান্তির জেরে সোমবার দুপুর প্রায় বারোটা থেকে নিখোঁজ ছিল কোট গ্রামের সাবিরুদ্দিন শেখ।
এ বিষয়ে স্থানীয় সূত্রে আরো জানা যায়, সাবিরুদ্দিন মল্লারপুর থানার অন্তর্গত গৌরবাজারে শ্বশুর বাড়িতে থাকতো, আর গতকাল অর্থাৎ সোমবার সকালে শ্বশুর বাড়িতে অশান্তির জেরে নিজের বাড়ি অর্থাৎ কোট গ্রামে চলে আসে আর তারপর দুপুর ১২ টার পর থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার ঘটনার খবর জানানো হয় মল্লারপুর থানাতেও। পরিবারের লোকজন সারাদিন তাকে খোঁজাখুঁজি করলেও মেলেনি তার খোঁজ।
তবে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল প্রায় 6 টা নাগাদ কোট গ্রামের বাইরে দিকে একটি গাছে ওই ব্যক্তিকে ঝুলে থাকতে দেখে গ্রামবাসীরা, তড়িঘড়ি খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন ও পরিবারের লোকজনকে। তারপরে ঘটনাস্থলে ছুটে আসে পাড়া-প্রতিবেশী সহ মল্লারপুর থানার পুলিশ প্রশাসন। পরবর্তীতে গাছ থেকে তার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ, তবে এই ঘটনাকে ঘিরে মল্লারপুর থানার অন্তর্গত কোর্ট গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া।