রাজ্যের খবর

গঙ্গা ভাঙ্গনে চিন্তার ভাঁজ মালদা বাসিন্দাদের

The Ganges breaks down into the folds of the residents' thoughts.

Truth Of Bengal: ছোট থেকে জানতাম গঙ্গা নাকি পবিত্র নদী। কিন্তু মালদার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভায় গিয়ে কান পেতে  হঠাৎই শুনতে পেলাম “গঙ্গা ভাঙন”। কথায় আছে নদীর ধারে বাস, চিন্তা বারো মাস। ভাঙ্গনের ত্রাসে সর্বশান্ত তারা।

গঙ্গা ভাঙ্গনে কেউ আশ্রয় নিয়েছে পথে ঘাটে কেউ তো আবার স্কুলে। এভাবেই চলে আসছে কয়েক দশক। গত বর্ষায় ব্যাপক গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানিকচক বিধানসভা।

বাড়িঘর চাষের জমি সমস্ত কিছু তলিয়ে গেছে নদী গর্ভে। বছরের পর বছর ভাঙ্গন হচ্ছে তবুও সমাধান হচ্ছে না। মিলছে না সরকারি সাহায্য। তাই আজও বান বাসীদের কন্ঠে শুধু বেদনা এবং আক্ষেপের সুর। কবে সরকার তাদের দিকে দৃষ্টি দেবে।

গত তিন বছর আগে মানিকচক বিধানসভার নারায়ণপুর চড়ে বাড়িঘর সমস্ত কিছু তলিয়ে যায় নদী গর্ভে। এরপর থেকে কেউ ত্রিপল খাটিয়ে, আবার কেউ টিনের ছাউনি করে বাঁধের নীচে আশ্রয় নিয়েছে কিন্তু এখনো মেলেনি পুনর্বাসন। সমস্যায় শতাধিক পরিবার।

অন্যদিকে, গত মাসের ১৮ তারিখ এই মানিকচক ঘাটেই গঙ্গ গর্ভে হুড়মুড়িয়ে তলিয়ে যায় প্রায় ১৫ টি দোকান। ঘটনার এক মাস কেটে গেলেও এখনো কোনো রকম সাহায্য পাননি তারা। এই দোকানের উপর নির্ভর করেই চলত তাদের সংসার। ফলে এখন এক বেলা খেয়ে দিন কাটছে তাদের। তার পাশাপাশি অন্য এক ছবি এই মানিকচক বিধানসভা এলাকাতেই। নদী গর্ভে তলিয়ে গেছে বাড়ি, দোকান।

এমন পরিস্থিতিতে গঙ্গায় মাছ ধরে তাদের জীবনযাপন চলছিল। কিন্তু গঙ্গায় মাছ ধরতে গেলে অত্যাচার চলত দুষ্কৃতীদের। ফলে কর্মজীবনেও গভীর সংকট তাদের। আর এই চিন্তায় গভীর সংকটে ভাঙ্গন এলাকার বাসিন্দারা।

Related Articles