খেলা হবে দিবস নিয়ে উন্মাদনা তুঙ্গে, কোন ক্লাব পাবে কত টাকা? জানাল নবান্ন
The frenzy will be played on the day, which club will get how much money? Navanna said

The Truth Of Bengal: আগামী ১৬ ই আগস্ট রাজ্যে খেলা হবে দিবস পালন। রাজ্যের ৩৪৫ টি ব্লক, ১১৯ টি পুরসভা,৬ টি কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে হবে এই কর্মসূচি। প্রত্যেক ইউনিটকেই দেওয়া হবে ১৫ হাজার টাকা। পাশাপাশি কর্মসূচি পালন করবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলি ও বিভিন্ন জেলায় যে ক্লাবগুলি খেলা হবে দিবস পালন করার অনুমোদন পেয়েছেন, তারাও পাবেন ১৫০০০ টাকা। ক্রীড়া দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত ক্লাব ইতিমধ্যেই অনুদান পেয়েছে অথবা পাবে, তাদেরকে খেলা হবে দিবস পালনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে।
আগামী ১৬ই আগস্ট খেলা হবে দিবস পালনের জন্য জেলাশাসকের চিঠি দিয়েছে রাজ্য সরকার। ছাত্র-যুব সহ সাধারণ মানুষকে খেলাধুলার এই কর্মসূচিতে যোগদান করাতে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান সচিব। এর জন্য তিনি রাজ্যের প্রত্যেক জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক, জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের একত্রে কমিটি গঠন করে খেলা হবে দিবস পালনের পরিকল্পনা তৈরী করতে বলেছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
সমস্ত ক্লাবগুলিই ওই দিন ফুটবলের পাশাপাশি অন্য সব ধরণের খেলার আয়োজন করতে পারবে। খেলা হবে দিবসের অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি, এসডিও, বিডিও, থানার ওসি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ করতে হবে। এই নিয়ে একটি গাইডলাইন ও তৈরী করেছে রাজ্য ক্রীড়া দফতর। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিও ওইদিন খেলা হবে দিবস পালন করতে পারবে বলে ক্রীড়া দফতর জানিয়েছে। এক্ষেত্রেও প্রতিটি ক্লাবকে দেওয়া হবে ১৫ হাজার টাকা।