রাজ্যের খবর

আলমারিতে আচমকাই ঢুকলো শেয়াল

fox suddenly entered the cupboard

The Truth of Bengal: লোকালয়ে এসে দিকভ্রষ্ট হয়ে পড়লো শেয়াল। বাইকের গ্যারেজে থাকা  আলমারিতে আচমকাই ঢুকে গেল শেয়াল। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের লিচুতলা মোড়ের ঘটনা। মুহূর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে শেয়ালটিকে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবেশ কর্মী অনুপম চক্রবর্তী। তিনি খবর দেন বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলমারির ভিতর থেকে শেয়ালটি বের করে খাঁচা বন্দি করে বিনাগুড়ি বন্যপ্রাণ বিভাগের  কর্মীরা।

স্থানীয় দোকানের এক কর্মী মানু রায় বলেন দোকানে কাজ করছিলাম। আচমকাই রাস্তার ওই পাশ থেকে একটি জন্তু এসে দোকানে ঢুকে পড়ে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় এলাকায়। দিকভ্রষ্ট হয়েই লোকালয়ে ঢুকে পড়েছে শিয়াল, বলেই প্রাথমিক অনুমান বনকর্মীদের।

Related Articles