রাজ্যের খবর

স্ট্রং রুমেই বন্দী প্রার্থীদের ভাগ্য! নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- তিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুম। জলপাইগুড়ি ৭ টি বিধানসভার ভোট সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রার্থীদের ভাগ্য বর্তমানে এই স্টং রুমে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে জলপাইগুড়ি এই স্ট্রংরুমকে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (ছবিঃ নিজস্ব)

শনিবার এই স্ট্রংরুম খতিয়ে দেখতে আসেন রাজনৈতিক দলের প্রার্থীরাও। ছিলেন জেলাশাসক সহ আধিকারিকরাও। কি নিরাপত্তা রয়েছে স্ট্রং রুমে? তা ক্ষতিয়ে দেখে অনেক রাজনৈতিক নেতারা সন্তুষ্ট। সাথে ভোটের ফলাফলের দিন কি কি করনিয় রয়েছে তা জানতে চান আধিকারিকদের কাছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা জানিয়েছেন ভোট গণনা কেন্দ্র থেকে কতটা দূরত্ব বজায় রেখে রাজনৈতিক দলের ট্রেন্ড করা হবে তা নিয়ে আলোচনা করা হয়েছিল এদিন।

সঙ্গে সেখানেই উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন, তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় ও জলপাইগুড়ি জেলাশাসক সহ অনেকে। জেলা শাসক শেমা পারভিন জানায় জলপাইগুড়ি তে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ী, রাজগঞ্জ সহ জেলার বিভিন্ন ব্লক থেকে রাতেই ইভিএম চলে এসেছে।

শনিবার সমস্ত দলের প্রার্থীদের কে ডেকে নিয়ে স্টং রুম সিল করা হল। প্রার্থীদের সামনেই স্টং রুম শিল করা হল। ভোট গণনার দিন খোলা হবে সকল প্রার্থীদের সামনে। অন্যদিকে জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় জানায় জেলায় বেস কিছু অভিযোগ এসেছে তা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়। শাসক দলের ভোটের পর মিছিল হাস্যকর ঘটনা বলে কটাক্ষ করেন। কারন ফলাফলের আগে কি করে জানলো। ফল বের হওয়ার পর মুখ লোকানোর জায়গা নেই।

Related Articles