রাজ্যের খবর

শেষ হল লুকোচুরি, নৈহাটির তৃণমূল কর্মী খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

The cover-up is over, the main accused in the murder of a Trinamool worker in Naihati has been arrested

Truth Of Bengal: ১১ দিন পর শেষ হল লুকোচুরি খেলা। নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাকেশ সাউকে গ্রেফতার করল বারাকপুর কমিশনারেট পুলিশ। সোমবার রাতে উত্তর প্রদেশের ফেফনা থানা এলাকায় স্থানীয় পুলিশদের সহযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটরের দ্বারা তৈরি সিট ফেফনার প্রত্যন্ত গ্রামের একটি খাতা নেই অভিযান চালায়।

এই সিটে সত্যনারায়ণ পান্ডে এবং অরিত্র চন্দ্র নামে দুই অফিসের ছিলেন। তাদের এই অভিযানের সফলতা স্বরূপ গ্রেফতার হয় রাকেশ ও তার সঙ্গী বিশাল। রাতে পুলিশ ও অভিযান সম্পর্কে বোধগম্য হওয়ার আগেই তাদের হাতে হাত করা পড়ায় পুলিশ। তাদেরকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়।

Related Articles