রাজ্যের খবর

আবারও বৈঠক কমিশনের, সোমবার হতে পারে বড় সিদ্ধান্ত

The commission will meet again, a big decision may be made on Monday

The Truth Of Bengal: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচনী প্রস্তুতিতে আরও তৎপরতা বেড়েছে। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে ৭ দফায় নির্বাচন। পশ্চিমবঙ্গে যেমন পাহাড় রয়েছে তেমনি রয়েছে দ্বীপ অঞ্চল। রয়েছে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা। গোটা রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে দফায় দফায় প্রস্তুতি বৈঠকে অংশ নিচ্ছে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথমবারের মতো বৈঠক হতে চলেছে সোমবার। রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তবে এই বৈঠক হবে ভার্চুয়ালি।

কমিশন সূত্রে খবর, জেলায় জেলায় নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা এই বৈঠকের মধ্য দিয়ে বুঝে নেবেন নির্বাচন আধিকারিকরা। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থেকে পর্যবেক্ষক নিয়োগ – সামগ্রিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই গোটা দেশের মত এরাজ্যেও আদর্শ-আচরণ বিধি জারি হয়েছে। প্রত্যেকটি জেলায় আদর্শ আচরণবিধি যাতে মান্যতা পায় সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শনিবার ঘোষণা করেন, যে কোন অভিযোগ জমা পরলে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সে বিষয়ে জেলাশাসকদের অবগত করবেন এই বৈঠকে।

শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর-পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। অবজারভার নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত।

FREE ACCESS

Related Articles