কলকাতারাজ্যের খবর

নববর্ষেও ভিজবে শহর! আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস

The city will be wet even on New Year's Eve! Know today's weather forecast

Truth Of Bengal: মঙ্গলবার বাংলা নববর্ষ, বাঙালির জীবনে এক নতুন সূচনার দিন। নতুন বছরের প্রথম দিনে সবাই চায় রোদঝলমলে আকাশ, হাসিখুশি আবহাওয়া। কিন্তু প্রকৃতি কি সেই প্রত্যাশা পূরণ করবে? নাকি নববর্ষেই মাথার উপর নেমে আসবে মেঘের ছায়া?

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন নামবে ১৭ ডিগ্রির আশেপাশে। তবে আবহাওয়ার চরিত্র রোদ আর মেঘের টানাপোড়েনেই কাটতে পারে।

চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দিনটা তুলনামূলকভাবে বৃষ্টিহীন থাকতে পারে, তবে বুধবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কম থাকলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান— এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসল বৃষ্টির চেহারা দেখা যাবে বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কাবু করতে পারে গোটা দক্ষিণবঙ্গকে। ইতিমধ্যেই শুক্রবার পর্যন্ত জারি হয়েছে হলুদ সতর্কতা।

Related Articles