রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিলল স্বস্তি, ফিরছেন বাংলাদেশে আটক মৎস্যজীবীরা

The Chief Minister's initiative brought relief, the arrested fishermen are returning to Bangladesh

Truth Of Bengal: জলসীমা পেরিয়ে যাওয়ায় হয় বিপত্তি। বাংলাদেশ প্রশাসন গ্রেফতার করে ৯৫ ভারতীয় মত্স্যজীবীকে। আড়াই মাস ধরে বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন তাঁরা।পরিবারের উ্দ্বেগ-উত্কন্ঠার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেন।  সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষের মৎসজীবী সম্প্রদায়ের প্রাথমিকভাবে মানবিক ও জীবিকার উদ্বেগের কথা মাথায় রেখে  মতস্যজীবীও ট্রলারগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিতর্কিত জলসীমায় মাছ ধরার সময় দুর্ঘটনাক্রমে সামুদ্রিক সীমানা অতিক্রম করার কারণে মৎস্যজীবীরা প্রায়ই গ্রেফতারের সম্মুখীন হন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ভারতীয় মৎসজীবীকে বাংলাদেশ কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। তারা অসাবধানতাবশত আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিলেন।সেইমতো রবিবার সুন্দরবনের কাকদ্বীপের মত্স্যজীবীরা দেশে ফিরছেন।মুখ্যমন্ত্রীর মানবিক প্রয়াসে  বেজায় খুশি পরিবার।

এইকইভাবে ভারতের জেলা বন্দি থাকা বাংলাদেশের বন্দিদেরও মুক্তি দিতে চলেছে এদেশের সরকার। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের মুক্ত করতে চলেছে দুই দেশ। বৃহস্পতিবার দুই দেশ বন্দিদের ফেরানোর কথা ঘোষণা করা হয়। এই চুক্তি অনুযায়ী,  রবিবার ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে বাংলাদেশ।

একইভাবে জেলবন্দি বাংলাদেশিদের সে দেশের হাতে তুলে দেবে ভারত। উল্লেখ্য, দুই দেশের সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক সেই সময় এমন পদক্ষেপ। কূটনৈতিক সৌজন্যের এই আবহ আগামীদিনে বজায় থাক চাইছে দুদেশের মত্স্যজীবীদের পরিবার।

Related Articles