কোলে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী! মেদিনীপুরের ছোট্ট দিশা বড় হচ্ছে কিভাবে জানেন।
The Chief Minister picked up in his arms! Do you know how little Disha of Medinipur is growing up?

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুরে প্রশাসনিক সভাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান নগর মাঠ থেকে হেলিকপ্টারে নামার পর পায়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করেছিলেন সার্কিট হাউসে। সেই সময় মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ পাশে ভিড় জমিয়েছিলেন অনেকেই। মুখ্যমন্ত্রীকে দেখবেন তাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন এক কলেজ পড়ুয়া এক তরুণী সুকৃতি! আর সুকৃতির কোলে ছিল একটি ফুটফুটে শিশু দিশা!
মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই লক্ষ্য করে মিষ্টি মেয়ে দিশার দিকে। সুকৃতির কাছে গিয়ে তার কোল থেকে মিষ্টি দিশাকে কোলে তুলে নেন মমতা। প্রথমে একটু স্তম্ভিত হয়ে পড়েন দিশা। কান্নাকাটি শুরু করে দেন, তবে কিছুক্ষণ পর মমতার আহ্লাদে আপ্লুত হয় দিশা! পরে জানা যায়, স্থানীয় ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মৌ রায় এর মেয়ে সুকৃতি। আর এই ফুটফুটি ছোট্ট মিষ্টি মেয়ে দিশা, মৌ রায়ের বাড়িতে কাজের মেয়ের নাতনি।
মৌ রায় এর বাড়িতেই ছোট থেকেই মানুষ হচ্ছে। পরিবারে অভাব অনটনের জন্য লোকের বাড়িতে কাজ করেন তার ঠাকুমা ও মা। তাই ছোট্ট দিশাকে মৌ রায় এর পরিবারই লালন পালনের দায়িত্ব নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি মেয়ে দিশাকে যেভাবে আদর করলেন, তাতে খুশি তৃণমূল কাউন্সিলর মোড়ায় ও তার মেয়ে সুকৃতি। কাউন্সিলর আগ্রহ প্রকাশ করে জানিয়েছেন, লড়াকু নেত্রী মমতার হাত যে মেয়ের মাথায় পড়েছে, ভবিষ্যতে সেই মিষ্টি মেয়ে দিশাও কোনো না কোনো ভাবে দিশা দেখাবে বাংলাকে।
FREE ACCESS