রাজ্যের খবর

বেলুড় মঠে সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি ও আরো তিন বিচারপতি

The Chief Justice of the Supreme Court and three other judges at Belur Math

The Truth Of Bengal, রাহুল চট্টোপাধ্যায় :  ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড় শনিবার সকাল সোয়া সাতটায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর বেলুড় মঠে আসেন । রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তাকে স্বাগত জানান রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ, রামকৃষ্ণ মিশনের অছি পরিষদ সদস্য এবং বেলুড় মঠের ম্যানেজার স্বামী জ্ঞানব্রতানন্দ ,উজ্জ্বল মহারাজ সহ অন্যান্য মহারাজ ও ব্রহ্মচারীরা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দ জী র সঙ্গেও সাক্ষাৎ করে আশীর্বাদ নেন। সব মিলিয়ে এক ঘন্টা তিনি বেলুড় মঠে ছিলেন।

তার বাবা দেশের ১৬ তম প্রধান বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচুর ও মা প্রভা চন্দ্রচূর এর সাথে শিশু বয়সে এখানে এসেছিলেন বলে তিনি জানান।তার বেলুড় মঠ পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন এবং তিনি জানিয়েছেন আবারও তিনি বেলুড় মঠে আসতে চান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে।

কয়েকদিন তিনি বেলুড় মঠে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন মহারাজদের।ঐ দিনেই বিকাল ৫ টায় সুপ্রিম কোর্টের আরো তিন বিচারপতি বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি রাজেশ বিন্দল বেলুড় মঠ পরিদর্শন করেন।

Related Articles