
The Truth of Bengal: সোমবার পেশ হল মালদা জেলা পরিষদের ২০২৪-২৫ বাজেট। এদিন দুপুরে মালদা শহরের মকদুমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরের বাজেট ১৯১ কোটি টাকা।
গত বছরের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা কম। রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট বলে দাবি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। বাজেটের অর্থ আরো বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান।
এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন হাত তুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা।